গুরুত্ব পূর্ন প্রকল্পসমুহঃ |
|
১.ক্ষুদ্র ঋণ কর্মসুচীঃ- | ক) সম্প্রসারিত পল্লী সমাজকর্ম (আর, এস, এস)ঃ- পল্লী এলাকায় বসবাসরত দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মুল স্রোত ধারায় আনায়ন, সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ প্রদান। ১০-১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান। লক্ষ্য ভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি । আর্থ-সামাজিক জরীপের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের তালিকা ভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদল সদস্য / সদস্য সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘ক’’ ও ‘‘খ’’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ; সুদ মুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘‘গ’’ শ্রেণীভুক্ত ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উদ্ধে। |
খ) এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুর্নবাসন কার্যক্রমঃ- ৫-১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ । এসিডদগ্ধ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২০ হাজার টাকার নিচে। | |
২. সামাজিক নিরাপত্তা কর্মসুচী | ক) বয়স্ক ভাতা কার্যক্রমঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এজন্য ২০১১-১২ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হত দরিদ্র মহিলা বা পুরুষ যার বাষিক গড় আয় অনুর্ধ ৩ হাজার টাকা। |
খ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমঃসব ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক সমাজের নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এজন্য ২০১১-১২ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।৬ বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্ক ভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশন ভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৪ হাজার টাকার কম। | |
গ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমঃসরকার নির্ধারিত হারে ভাতা প্রদান। ২০১১-১২ অর্থ বছরে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসিক ২ হাজার টাকা হারে ভাতা প্রদান। মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকায় অর্ন্তভূক্ত , সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা । | |
ঘ) বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা প্রদান। এজন্য ২০১১-১২ অর্থ বছরে নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় ১৮ বছর বা তদুর্ধ বয়সী হত দরিদ্র বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ মহিলা যার বাষিক গড় আয় অনুর্ধ ৩ হাজার টাকা। | |
ঙ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসুচীঃপ্রাথমিক স্তর (১ম-৫ম) জন প্রতি মাসিক-৩০০ টাকা; মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম) জন প্রতি মাসিক-৪৫০ টাকা; উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ-দ্বাদশ) জন প্রতি মাসিক-৬০০ টাকা; উচ্চতর স্তর (স্মাতক ও স্মাতকোত্তর) জন প্রতি মাসিক-১০০০ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী যাদের মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৩৬ হাজার টাকার কম। |
৩.স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রন | ক) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রনঃস্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংগঠনের নিবন্ধন প্রদান, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ ( নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২ (চ) ধারায় বর্নিত সেবামূলক কাজে আগ্রহী সংস্থা / প্রতিষ্ঠান/ সংগঠন/ বেসরকারী এতিমখানা / ক্লাব নিবন্ধন। নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, গঠনতন্ত্র অনুমোদন সাধারন ও কার্যকরী পরিষদ অনুমোদনে মেয়াদামেত্ম নবগঠিত কার্যকরী পরিষদ অনুমোদন , নিবন্ধন সংগঠনের কার্যএলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন, নিবন্ধনপ্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহন এবং নিবন্ধন প্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি। স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক কাজে আগ্রহী সংগঠন ,প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি । |
খ) বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট প্রদানঃ-১৮ বছর বয়স পর্যমত্ম এতিম শিশুদের প্রতিপালন, স্নেহ ভালবাসা ও আদর যত্নের সাথে লালন-পালনানুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিÿণ প্রদান, শারীরিক বুদ্ধি বৃত্তিক ও মানষিক উৎকর্ষ সাধন পূর্নবাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা ।বেসরকারী এতিমখানা ৫-৯ বৎসর বয়সী এতিম অর্থাৎ পিতৃমাতৃহীন শিশুদের শতকরা ৫০ ভাগ শিশু । | |
গ) সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমুহে অনুদান প্রদানঃসমাজসেবা অধিদপ্তর হতে ঘোষিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানসমুহে অনুদান বার্ষিক ৫০ হাজার টাকা হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা, নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনসমুহের জন্য ৫ হাজার টাকা হতে ২০ হাজার টাকা সাধারন অনুদান এবং আয় বর্ধক কর্মসুচীর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান, প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা / দুঃস্থ ব্যক্তিদের সর্বোচ্চ ২৫ হাজার টাকা বিশেষ অনুদান। আকস্মিক দুঘর্টনা বা প্রাকৃতিক দুর্যোগের জন্য জন প্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা। জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে নিমেণ লিখিত প্রতিষ্ঠান/ সংগঠনকে অনুদান প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, দরিদ্র ক্ষতিগ্রস্থ ব্যক্তি নিবন্ধনপ্রাপ্ত সাধারন স্বেচ্ছাসেী সংগঠন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS